ঢাকা: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, দুই দলের লুটপাট, চাঁদাবাজি, দলীয় তন্ত্র, দুর্নীতির বিপরীতে একমাত্র জাতীয় পার্টি জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করেছে। ক্রমাগত বেকার সমস্যা বেড়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুন) রাজধানীর বনানী কার্যালয়ের মিলনায়তনে জাতীয় হকার্স পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, মহামারি, অস্থির বৈশ্বিক অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থানের অভাব মানুষকে দিশেহারা করে ফেলেছে। দুই দলই মানুষের জীবন-মান উন্নয়নে ব্যর্থ হয়েছে। একমাত্র জাতীয় পার্টিরই আছে রাষ্ট্র পরিচালনার সফল অতীত। তাই মানুষ আজ দুই দলের বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে নিয়ে স্বপ্ন দেখছে।
জাতীয় হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সম্পাদকমণ্ডলীর সদস্য এম এ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু, গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদকমণ্ডলীর সদস্য সমরেশ মণ্ডল মানিক, দ্বীন ইসলাম শেখ, পার্টির সদস্য কাজী মামুন, রাকিন আহমেদ, জহিরুল ইসলাম মিন্টু, হকার্স পার্টির নেতা মো. হুমায়ুন কবির, সাজেদুল ইসলাম লিটন, আলমগীর হোসেন, হারুন হাওলাদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এসএমএকে/আরআইএস