ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফ্রান্স-স্পেনে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুন ১৭, ২০২২
ফ্রান্স-স্পেনে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্বেচ্ছাসেবক দল ফ্রান্স ও স্পেন (দক্ষিণ) শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এ কমিটি অনুমোদন করেছেন।


 
শুক্রবার (১৭ জুন) স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ফ্রান্স শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক গোলাম মাহমুদ আজম, সদস্য সচিব মো. আলী চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, আশিকুজ্জামান আশিক, মেহেদী হাসান অলি, হুমায়ুন কবির, এনামুল কবির এনাম, আকতার হোসেন, মারুফ আহমদ ডালিম, সোহেল আহমদ, লোকমান হাসান, আব্দুল ওয়াসিক মুরাদ, আব্দুল গাফফার জুনেদ, জাহেদ আহমদ, কাজী তুহিন রেজা, শোয়েব আহমদ, মাসুম আহমদ, মোহাম্মদ আলী দিলওয়ার, তানবীর তারেক, মোহাম্মদ আল মামুন, রফিকুল ইসলাম রূপক, জইন ইউ আহমদ জনিসহ ৬১ জন সদস্য রয়েছেন।

স্পেন (দক্ষিণ) আহ্বায়ক কমিটির আহ্বায়ক আক্কাস মিয়া, সদস্য সচিব আতিকুর রহমান (লিটু), যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ সেলু, রেদওয়ান আহমেদ, সৈয়দ রাসেল, নেছার আহমদ, শামছুল ইসলাম, টুনু মিয়া, জুয়েল মিয়াসহ ৬১ সদস্য রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ১৭, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।