ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির আন্দোলনের ঘোষণা জনগণের কাছে তামাশা: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
বিএনপির আন্দোলনের ঘোষণা জনগণের কাছে তামাশা: হানিফ

কুষ্টিয়া: ‘বিএনপির সরকার পতনের আন্দোলনের ঘোষণা এখন জনগণের কাছে তামাশার উক্তি হয়ে গেছে। বিএনপি নিজেও জানে এটা শুনে এখন মানুষ হাসে।

তাই এবার তারা বলেছেন, বন্যার পরে সরকার পতনের আন্দোলন করবে। আওয়ামীলীগ এসব নিয়ে ভাবে না। ’

শনিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এ কথা বলেন।

এ সময় বিদ্যুৎ নিয়ে হানিফ বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি, সেসময় বিদ্যুৎ পরিস্থিতি এতোটাই খারাপ অবস্থায় ছিল যে, এজন্য কানসাটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। মানুষ সেসব ভুলে যায়নি, এসব আড়াল করতেই খাম্বা নামধারি বিএনপি এখন বিদ্যুৎ নিয়ে র্নিলজ্জ মিথ্যাচার করছে।

হানিফ বলেন, এখন ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে। বৈশ্বিক সংকট পরিস্থিতিতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। এখানে কোন ফাঁকিঝুঁকি নেই।

এ সময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।