ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গুমের শিকার সুমনের বাসায় রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
গুমের শিকার সুমনের বাসায় রিজভী

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঈদ উপলক্ষে গুমের শিকার বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়েছেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার (১০ জুলাই) ঈদের দিন দুপুরে গুমের শিকার সুমনের নাখাল পাড়ার বাসায় গিয়ে তার মা-বোন-স্ত্রী-সন্তানদের সঙ্গে কথা বলেন তিনি।

 

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, ছাত্রদল নেতা ডা. আবদুল আউয়াল।

রিজভী বলেন, গুম-খুনের বিচার একদিন হবেই। সরকারের সময় ফুরিয়ে এসেছে। জোর করে নির্যাতন নিপীড়ন চালিয়ে আর ক্ষমতায় থাকা যাবে না।

সবশেষে তিনি সুমনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
এমএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।