ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পুলিশি বাধা অতিক্রম করে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
পুলিশি বাধা অতিক্রম করে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল

ফেনী: যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি হত্যার প্রতিবাদে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে পুলিশি বাধা অতিক্রম করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ফেনী জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ইসলামপুর রোডের মাথায় গেলে পুলিশ বাধা দেয়।

বাধা অতিক্রম করে মিছিলটি এস এস কে রোড প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের সহ-সভাপতি বেলাল হোসেন, গিয়াস খন্দকার, শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত, যুগ্ম-সম্পাদক হায়দার আলী রাসেল, ফেনী জেলা যুবদলের সিনিয়র সদস্য আতিকুর রহমান মামুন, দপ্তর সম্পাদক আল ইমরান, ফেনী পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন, সদস্য সচিব শাহাদাত হোসেনসহ ফেনী জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের ও বিভিন্ন ইউনিটের নেতারা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।