ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার 

গোপালগঞ্জ: শৃঙ্খলা পরিপন্থী কার্যাকলাপে জড়িত থাকার দায়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দ‌লের সিদ্ধান্ত‌কে স্বাগত জা‌নি‌য়ে গোপালগঞ্জ শহ‌রে আনন্দ মি‌ছিল হ‌য়ে‌ছে।

বুহস্পতিবার (১৪ জুলাই) ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচায্য স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

পত্রে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় মো. আতাউর রহমান পিয়ালকে (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, গোপালগঞ্জ জেলা শাখা) ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

এদি‌কে জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল‌কে দল থে‌কে ব‌হিষ্কার করায় প্রধানমন্ত্রীকে স্বাগত জা‌নি‌য়ে শহ‌রের আনন্দ মি‌ছিল হ‌য়ে‌ছে। মি‌ছিল‌টি শহ‌রের বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে পোস্ট অ‌ফিস মো‌ড়ে গি‌য়ে শেষ হয়। মি‌ছি‌লে ছাত্রলী‌গের বর্তমান ও সা‌বেক নেতাক‌র্মীরা অংশ নেয়।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিউটন মোল্লার সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
 
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।