ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে জাপার আহ্বায়ক সিদ্দিকের চিঠি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে জাপার আহ্বায়ক সিদ্দিকের চিঠি

নীলফামারী: দায়িত্ব দেওয়ার এক সপ্তাহের ব্যবধানে নীলফামারীর সৈয়দপুরে দলীয়  সব পদপদবি থেকে অব্যাহতি চেয়েছেন জাতীয় পার্টির (এ) উপজেলা আহ্বায়ক মো. সিদ্দিকুল আলম সিদ্দিক।  

তিনি বুধবার (২০ জুলাই) এ অব্যাহতি চেয়ে নীলফামারী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বরাবরে একটি চিঠি দেন।

 

এতে তিনি ব্যক্তিগত ব্যস্ততার কারণে দলীয় পদে সক্রিয় থাকতে অপারগতা প্রকাশ করেন। সেই সঙ্গে দলের সব পদপদবি থেকে অব্যাহতি চেয়েছেন।  

দলীয় কোনো পদপদবিতে সক্রিয় থাকবেন না বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি।

গত ১৩ জুলাই সৈয়দপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির (এ) এক যৌথ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। এতে শহরের বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী মো. সিদ্দিকুল আলম সিদ্দিককে আহ্বায়ক এবং উপজেলার খাতামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরীকে সদস্য সচিব করে সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।