ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের প্রতি ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের প্রতি ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

ঢাকা: প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।  

শনিবার (২৩ জুলাই) দুপুরে ওয়ার্কার্স পার্টি কার্যালয় চত্বরে ওয়ার্কার্স পার্টির সাংস্কৃতিক উপ-কমিটির উদ্যোগে ফকির আলমগীরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য (এমপি) ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড কামরুল আহসান, কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড আবুল হোসাইন, কমরেড অ্যাডভোকেট ফিরোজ আলম, কমরেড অ্যাডভোকেট জোবয়াদা পারভীন, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড দীপঙ্কর সাহা দিপু, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কমরেড মুতাসিন বিল্লাহ সানি ও প্রয়াত ফকির আলমগীরের সহধর্মিনী বেগম সুরাইয়া আলমগীর, ছোট ভাই ফকির সিরাজ, খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণব সাহা, আব্দুল মতিনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য (এমপি) ফজলে হোসেন বাদশা বলেন, ফকির আলমগীর সারাটা জীবন গণসঙ্গীতের মাধ্যমে সমাজ পরিবর্তনের লড়াই চালিয়ে গেছেন। নতুন প্রজম্মকে এই লড়াইয়ের হাল ধর রাখতে হবে।  

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে প্রয়াত ফকির আলমগীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে গণসংগীত পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।