ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি মহাসচিবের দেখা না পেয়ে ফিরে গেলেন কর্মীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
বিএনপি মহাসচিবের দেখা না পেয়ে ফিরে গেলেন কর্মীরা

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনের সামনে গিয়ে তাঁর দেখা না পেয়ে রাতেই ফিরে গেছেন ডেমড়ার ৫টি ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা। অনিয়মের কাউন্সিলে সহায়তা না করার দাবিতে মঙ্গলবার দিবাগত রাতে শতাধিক নেতাকর্মী মহাসচিবের বাসভবনের সামনে অবস্থান নেন।

মহাসচিব তাদের সঙ্গে দেখা না করায় তারা ফিরে যান।

বুধবার (২৭ জুলাই) সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অধীনে ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০ নম্বর ওয়ার্ডের সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাওয়ার কথা থাকলেও তিনি যাননি।

জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, মহাসচিব শারীরিকভাবে অসুস্থ, সেজন্য সম্মেলনে যাননি।

সাবেক ডেমরা ইউনিয়ন বিএনপির (বর্তমান ৭০ নম্বর ওয়ার্ড) সভাপতি আবদুল আশা শাহিন বাংলানিউজকে বলেন, আমরা শতাধিক নেতাকর্মী উত্তরায় মহাসচিবের বাসার সামনে দীর্ঘ সময় অবস্থান করলেও মহাসচিব বাসা থেকে বের হননি। পরে রাত সাড়ে ১২টার দিকে আমরা ফিরে আসি। আমাদের অবস্থানের কারণেই হয়তো মহাসচিব সম্মেলনে যাননি।

শাহিন আরও বলেন, আজ যে সম্মেলন হচ্ছে, সেখানে বিএনপির ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে। অনেক কর্মীকে কাউন্সিলর বানানো হয়নি। বিগত দিনে যারা মামলা-হামলার শিকার হয়েছেন তাদের বাদ দিয়ে যাদের নামে মামলা নেই তাদের কাউন্সিলর বানানো হয়েছে। এখন আমাদের দল থেকে পদত্যাগ করা ছাড়া আর কোনো করণীয় নেই।

তিনি বলেন, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি নবী উল্লাহ নবী মনোনয়ন পেয়েছিলেন। আমরা তখন তাঁর পক্ষে কাজ করেছি। আবার উপ-নির্বাচনে সালাহ উদ্দিন আহমেদ মনোনয়ন পেয়েছিলেন, তখন তাঁর পক্ষে কাজ করেছি। আমরা সালাহ উদ্দিন আহমেদের পক্ষে কাজ করার কারণে সম্মেলনে আমাদের রাখা হয়নি। এখানে দীর্ঘ দিন যাবত নবী উল্লা আর সালাহ উদ্দিন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।