ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেওয়ানগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
দেওয়ানগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী শেখ নুরুন্নবী আপু

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ নুরুন্নবী আপু (জগ প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৭ হাজার ৯২৪।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিসেস ফারিন হোসেন (নৌকা প্রতীকে) প্রাপ্ত ভোট সংখ্যা ৪ হাজার ৭৩২।

এছাড়া বিএনপির প্রার্থী সাদেক আক্তার নেওয়াজীর (ধানের শীষ প্রতীক) প্রাপ্ত ভোট সংখ্যা ২ হাজার ৩১২।  

দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কামরুন্নাহার শেফা এ তথ্য নিশ্চিত করেছেন।

পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর এলাকার নয়টি ওয়ার্ডের মোট ১২টি ভোট কেন্দ্রে সর্বমোট ৩০ হাজার ১৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৬৮৫ জন ও মহিলা ভোটার ১৫ হাজার ৪৪৭ জন।

নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।