ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

রাজনীতি

সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সিলেট: দেশে নজিরবিহীন বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানিখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সিলেট বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।  

শনিবার (৩০ জুলাই) বিকেলে নগরের দরগাহ গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

এরপর মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে এসে মিলিত হয়।  

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।  

মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও মানিকুর রহমান মানিকের যৌথ পরিচালনায় বক্তব্য দেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা (যুগ্ম আহবায়ক) দেলোয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, নজরুল ইসলাম, কামরান হোসেন হেলাল, সৈয়দ সরওয়ার রেজা, রজব আহমদ, আবুল কালাম সাহেদ, জাহাঙ্গীর মিয়া।  

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতাআলী আকবর খান, দেওয়ান রেজা মজিদ, আহসান মাহবুব, আক্তার আহমদ, দুলাল আহমদ, রুবেল বক্স, জাবেদ আহমদ জীবন, সৈয়দ শহীদ আহমদ সাবু, আব্দুল মুহিত জাবেদ, আশিক মিয়া, প্রভাষক মাকসুদ আলম, জাহেদ আহমদ, আব্দুল আমিন, সাইফুল আলম কোরেশী, ঝলক আর্চায্য, লিয়াকত আলী ইমন, এনামুল হক, নির্ঝর রায়, আশিকুর রহমান আশিক, সাদ্দাম হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আলা উদ্দিন মনাই।  

আরো উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব তপু আহমদ খান, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. আলা উদ্দিন, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদুল হক সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজল আহমদ, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মুকিত তুহিন, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের তবারক আলী, খলিলুর রহমান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।