ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

রাজনীতি

বরিশালে যুবদলের শোক র‌্যালিতে হাতাহাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
বরিশালে যুবদলের শোক র‌্যালিতে হাতাহাতি

বরিশাল: নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধানের মৃত্যুর প্রতিবাদে বরিশালে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর যুবদল আয়োজিত এ কর্মসূচি শেষে বিবাদে জড়ায় দুটি গ্রুপ।

এ সময় তাদের মাঝে হাতাহাতি হলে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বুধবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালিটি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল হাসান জাহানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম। বক্তব্য রাখেন যুবদল নির্বাহী কমিটির ইসহাক সরকার।

মহানগর যুবদলের কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাতে যাওয়ার সময় অশ্বিনী কুমার হল চত্বরে বিবাদে জড়ায় দুটি গ্রুপ। এ সময় তাদের মাঝে হাতাহাতি হলে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিত স্বাভাবিক হয়। পরবর্তীতে উভয় গ্রুপ পুনরায় সদর রোডের অনামী লেনের মুখে নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়। হাতাহাতির ছবি তোলায় সাংবাদিকদের সঙ্গেও বিবাদে জড়ায় একটি পক্ষ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

সাংবাদিকরা জানিয়েছেন, হাটখোলা এলাকার যুবদল নেতাদের সঙ্গে আসা উঠতি বয়সী ছেলেরা এ বিবাদে জড়ায়। পরে পুলিশ এলে তারা সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।