ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রিয়াজুল কবীর মো. মামুন

ময়মনসিংহ: ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব গ্রহণ করেছেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল কবীর মো. মামুন।  

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির খান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. রোকনুজ্জামান গত ০৪ সেপ্টেম্বর থেকে আগামী সাতদিন চিকিৎসাজনিত কারণে আগামী কিছুদিন দেশের বাইরে অবস্থান করছেন। তাই এ সময়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করবেন দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল কবীর মো. মামুন।  

খবরের সত্যতা নিশ্চিত করে রিয়াজুল কবীর মো. মামুন বাংলানিউজকে বলেন, সংগঠনের গঠনতন্ত্র মেনেই এ দ্বায়িত্ব অর্পণ করা হয়েছে। চেষ্টা করছি যথাযথ দ্বায়িত্ব পালনে নেতাকর্মীদের পাশে থাকার জন্য।  

এর আগে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন রিয়াজুল কবীর মো. মামুন। এটি তার দ্বিতীয় মেয়াদে দ্বায়িত্ব গ্রহণ।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।