ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে বিএনপির অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে বিএনপির অভিনন্দন

ঢাকা: লিজ ট্রাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিনন্দন বার্তা দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রিজভী জানান, যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় লিজ ট্রাসকে বাংলাদেশের জনগণ ও জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় বলা হয়, ১০ নং ডাউনিং স্ট্রিটের বিইরে উদ্বোধনী বক্তৃতায় গণতন্ত্র ও স্বাধীনতার আদর্শে বিশ্বাসীদের নবনির্বাচিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাস বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা, নাগরিক স্বাধীনতা, মানবাধিকার তথা গণতন্ত্রের অগ্রগতিতে অসামান্য অবদান রাখবেন বলেও উল্লেক করা হয়।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
এমএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।