ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বেতাগী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
বেতাগী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

বরগুনা: বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।  

বুধবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের বেতাগী উপজেলা শাখা কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো।

জানা গেছে, সোমবার (১৯ সেপ্টেম্বর) বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুনের ১৫ সেকেন্ডের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার হলে তা চাঞ্চল্যের সৃষ্টি হয়। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা প্রেসক্লাবে ভিডিওটি ভুয়া দাবি করে সংবাদ সম্মেলন করেন আদনান খালিদ মিথুন।  

তবে ইয়াবা প্রসঙ্গ এড়িয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বেতাগী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।