নারায়ণগঞ্জ: জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে নারায়ণগঞ্জে। সম্মেলনে নেতারা বক্তব্য দেবেন নৌকার আদলে তৈরি বিশাল মঞ্চে।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে এ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা আনন্দ-উদ্দীপনা নিয়ে এতে যোগ দিচ্ছেন। সিংহভাগ নেতাকর্মী সংসদ সদস্য শামীম ওসমানের নাম নিয়ে স্লোগান দিচ্ছেন। সমাবেশকে ঘিরে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ, জেলা যুবলীগ, মহানগর যুবলীগ, মহানগর ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও মিছিল করছেন।
বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান তাদের একজন যোগ্য অভিভাবকের মতো নেতৃত্ব দিচ্ছেন। তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াচ্ছেন। জেলা আওয়ামী লীগকে সুসংহত করতেও দিন-রাত কাজ করেন। তাই তাদের আস্থা ও ভরসার প্রতীক শামীম ওসমান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, সাহাবউদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভি ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
এমআরপি/এমজে