ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

শিল্পে উচ্চমূল্যে বিদ্যুৎ মে থেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১২
শিল্পে উচ্চমূল্যে বিদ্যুৎ মে থেকে

ঢাকা : শিল্পে বর্ধিত দামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন’র (বিইআরসি) সদস্য ড. সেলিম মাহমুদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



তিনি জানান, আগামী ২ সপ্তাহের মধ্যে গণশুনানি গ্রহণ করা হবে।

মে মাসের শুরু থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

তিনি আরো জানান, পিডিবি’র প্রস্তাবে ইউনিট প্রতি আবাসিক ১৩.১৫ টাকা আর শিল্পে ১৬.৭৩ টাকা(১৩২ কেভি), ১৭.৫২ টাকা(৩৩ কেভি) এবং ১৮.২৩ টাকা (১১ কেভি) ধার্য করা হয়েছে।

পিডিবি’র প্রস্তাবে আরো বলা হয়েছে, ৮টি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ৭০ শতাংশ প্লান সেক্টর চালালে ৭২৫ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ পাওয়া যাবে। এতে করে শিল্পে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যাবে। সেই সঙ্গে লোডশেডিংও কমে আসবে।

বাংলাদেশ সময় : ২১২৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১২
ইএস
সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।