ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রাজশাহীতে ঝাড়ু মিছিল বিদ্যুৎ ভবন ঘেরাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মে ৬, ২০১২
রাজশাহীতে ঝাড়ু মিছিল বিদ্যুৎ ভবন ঘেরাও

রাজশাহী: ডিজিটাল মিটার বাতিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও প্রধান প্রকৌশলীর অপসারণের দাবিতে মহানগরীতে ঝাড়– মিছিল ও বিদ্যুৎ ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
 
রোববার দুপুর ১২টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকা থেকে একটি ঝাড়ু মিছিল বের করা হয়।

এটি বিভিন্ন সড়ক হয়ে হেতেমখাঁয় অবস্থিত বিদ্যুৎ ভবন ঘেরাও করে। পরে সেখানে সমাবেশ করেন মিছিলকারীরা।

সমাবেশে বক্তব্য রাখেন- রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকার, মহানগর সিপিবি’র সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী স্বপন কুমার রায়কে অপসারণের দাবি জানান। একইসঙ্গে রাজশাহী মহানগরীতে এনালগ মিটার পরিবর্তন করে ত্রুটিপূর্ণ ডিজিটাল মিটার স্থাপন বন্ধসহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, মে ০৬, ২০১২

প্রতিবেদন: শরীফ সুমন / সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।