ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রূপপুর পারমাণবিকের অগ্রগতি পরিদর্শনে জ্বালানি উপদেষ্টা

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জুন ১১, ২০২৩
রূপপুর পারমাণবিকের অগ্রগতি পরিদর্শনে জ্বালানি উপদেষ্টা

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট এবং গ্রিড নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম।

শনিবার (১০ জুন) তিনি ঈশ্বরদীর রূপপুরে প্রকল্প এলাকা পরিদর্শন ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

জানা গেছে, প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনকে সামনে রেখে যে সব মাইলস্টোন রয়েছে সেগুলো হলো: চলতি বছরের অক্টোবরের মধ্যে জ্বালানি প্রাপ্তি, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে জ্বালানি লোডিং ও স্টার্ট-আপ (Start-up) সম্পন্ন করে, গ্রিডের সঙ্গে সিংক্রোনাইজেশন (Synchronization) এবং ইভ্যাকুয়েশন (Evacuation)। অর্থাৎ গ্রিডের সঙ্গে খাপ খাওয়ানো বা সমন্বয় বিধান ও গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু, যা পর্যায়ক্রমে করা হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শহীদ হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হাবিবুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, পাওয়ার সেল এর মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মনীরা সুলতানা, পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুম আলম বকসি, ঈশ্বরদীর ইউএনও সুবীর কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামীসহ দুই মন্ত্রণালয় এবং রূপপুর এনপিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জ্বালানি উপদেষ্টার পরিদর্শনের খবর নিশ্চিত করে জানান, অক্টোবরের মধ্যে প্রথম ইউনিটের জ্বালানি (ইউরেনিয়াম) পাওয়া যাবে। আগামী বছরের মাঝামাঝি জ্বালানি লোডিং করে স্টার্ট-আপ (Start-up) করা হবে। স্টার্ট-আপের পর গ্রিডের সঙ্গে খাপ খাওয়ানো বা সমন্বয় বিধান ও গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরুর জন্য গ্রিড সিংক্রোনাইজেশন (Synchronization) এবং ইভ্যাকুয়েশন (Evacuation) কার্যক্রম পরিচালিত হবে। এসব লক্ষ্যকে সামনে নিয়ে রূপপুর প্রকল্প কর্তৃপক্ষ কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যেই গ্রিড প্রস্তুত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের এবং গ্রিড নির্মাণ কাজের অগ্রগতি ও দুই প্রকল্পের কাজের সমন্বয় করতেই জ্বালানি উপদেষ্টা প্রকল্প ভিজিটে এসেছেন। প্রকল্পের সঙ্গে পিজিসিবি’র কাজের সমন্বয়ের জন্য তিনি দুই মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। আমরা অত্যন্ত আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যেই গ্রিডে বিদ্যুৎ ইভাকুয়েশন শুরু করা যাবে বলে জানান শৌকত আকবর।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ১১, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।