বাগেরহাট: যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয়।
এরআগে, গত ৫ নভেম্বর সকাল সোয়া ৬টায় যান্ত্রিক ত্রুটির কারণে দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
মো. আনোয়ার উল আজীম বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে। সন্ধ্যা থেকে উৎপাদিত ৪৮০ মেগাওয়াট যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে।
দ্রুত সময়ের মধ্যে দুটো ইউনিটের উৎপাদন স্বাভাবিক পর্যায়ে হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এসআইএ