ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতের দাম ২১.৮৯ শতাংশ বাড়ানোর সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
বিদ্যুতের দাম ২১.৮৯ শতাংশ বাড়ানোর সুপারিশ

ঢাকা: পাইকারি(বাল্ক) বিদ্যুতের দাম ২১ দশমিক ৮৯ শতাংশ (ইউনিট প্রতি ৮৮ পয়সা) বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানিতে এ মতামত দেয় বিইআরসি।



উল্লেখ্য, বিদ্যু উন্নয়ন বোর্ডর (পিডিবি) ৫০ শতাংশ সমান ২টা ০১ পয়সা দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

বর্তমানে পাইকারি বিদ্যুতের দাম রয়েছে ইউনিট প্রতি ৪টা ০২ পয়সা।

পিডিবির প্রস্তাব অনুসারে ৫০ শতাংশ হারে দাম বাড়ালেও চলতি অর্থবছরে তাদের ঘাটতি থাকবে ইউনিট প্রতি ৮৪ পয়সা। ২০১২-১৩ অর্থবছর শেষে তাদের মোট ঘাটতি দাঁড়াবে ৩৬ হাজার ৮৪২ মিলিয়ন টাকা।

বিইআরসি চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন, সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী ইমদাদুল হক শুনানি গ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
ই.এস/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।