ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার না হলে হরতাল: বাম মোর্চা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২
বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার না হলে হরতাল: বাম মোর্চা

ঢাকা: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়ার হবে বলে ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।

মঙ্গলবার দুপুরে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে পিডিবি অফিস ঘেরাও করার আগে এ ঘোষণা দেন বাম নেতারা।


rubel
সকাল সাড়ে ১১টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে পিডিবি অফিস ঘেরাও করতে গেলে দৈনিক বাংলার মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। সেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে নওশাদ আলী নামে একজন আহত হন।

বিক্ষোভের আগে এক সমাবেশে গণতান্ত্রিক বাম বোর্মার সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ``জনগণকে শান্তি দেওয়ার কথা বলে এ সরকার ক্ষমতায় এসে জনগণের ঘুম হারাম করে দিয়েছে। ``

তিনি বলেন, ``জনগণের মত সম্পূর্ণ উপেক্ষা করে এ সরকার ষষ্ঠবারের মতো বিদ্যুতের দাম বাড়ালো। `` জনগণ বিদ্যুতের দাম বৃদ্ধি প্রত্যাখ্যান করেছে জানিয়ে তিনি বলেন, ``আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার না করা হয় তবে অবরোধ, হরতালসহ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। ``
rubel-2620
``কুইক রেন্টালের নামে কুইক চুরি করতে গিয়ে সরকার বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে`` --এ মন্তব্য করে সাকি বলেন, ``সরকারের ভুল সিদ্ধান্তের দায়ভার জনগণ মেনে নেবে না। সরকার এখন জনগণের ওপর জোর করে এ দায়ভার  চাপিয়ে দিচ্ছে। ``

পিডিবি ঘেরাও কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাম মোর্চার নেত্রী মোশরেফা মিশু, সাইফুল ইসলাম, অ্যাড. আব্দুস সালাম, মোশাররফ হোসেন নান্নু, অধ্যাপক আব্দুস সাত্তার, হামিদুল হক, মঈন উদ্দিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫,২০১২
এনএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর ; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।