ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও প্রতিরোধে পুলিশের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪
জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও প্রতিরোধে পুলিশের অবস্থান ছবি: বাংলানিউজ ( ফাইল ফটো)

ঢাকা: বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঠেকাতে প্রেসক্লাব ও সচিবালয়ের লিংকরোডে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এ প্রস্তুতি বলে জানিয়েছে পুলিশ।

 

বুধবার সকাল  সাড়ে ১০ প্রেসক্লাব ও সচিবালয়ের গেটে পুলিশের এ তৎপরতা দেখা যায়।

গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বাংলানিউজকে বলেন,  সরকার বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে, যা জনগণের নাভিশ্বাস বাড়িয়ে তুলছে। আমরা সরকারের এই সিদ্ধান্তকে কোনো ভাবেই মেনে নিতে পারি না।

এর প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূছি দেওয়া হয়েছে বলে তিনি জানান।

শাহবাগ থানার  ওসি (তদন্ত)  মোহাম্মদ হাবিল বাংলানিউজকে জানান, বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে  জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে বাম মোর্চ দলগুলো। তাদের কর্মসূচিতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়:১১ ৪২ ঘণ্টা,মার্চ ১২,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।