ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

খুলনায় তেল-গ্যাস কমিটির বিক্ষোভ মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, জুন ৩, ২০১৪
খুলনায় তেল-গ্যাস কমিটির বিক্ষোভ মঙ্গলবার

খুলনা: সুন্দরবন রক্ষার্থে রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এ বিক্ষোভ সমাবেশ করবে কমিটির খুলনা শাখা।



সমাবেশে সভাপতিত্ব করবেন কমিটির খুলনা শাখার আহ্বায়ক ডা. মনোজ দাশ।

বক্তব্য রাখবেন জাতীয় কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য আজিজুর রহমান, জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী কল্লোল মোস্তফা প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, জুন ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।