ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

কাজ রেখে ধর্মঘটে ডিপিডিসির প্রকৌশলীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
কাজ রেখে ধর্মঘটে ডিপিডিসির প্রকৌশলীরা

ঢাকা: ক্যাজুয়াল উপ-সহকারি প্রকৌশলীদের কন্ট্রাকচুয়াল করাসহ ৪ দফা দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ডিপ্লোমা প্রকৌশলীরা।
 
মঙ্গলবার সকাল ১০টায় ডিপিডিসির প্রধান কার্যালয়ে ঘিরে এই অবস্থান ধর্মঘট চলতে দেখা গেছে।


 
বিদ্যুৎ ভবনের তৃতীয় তলায় ডিপিডিসির প্রধান ফটক ও সিঁড়িতে অবস্থান নিয়েছে ২ শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী। ফলে কোম্পানিটির কার্যালয়ে প্রবেশ পথ বন্ধ হয়ে গেছে।
 
সকাল ১০টায় ধর্মঘট শুরু হওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারীকে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেছে।
 
ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি এসএম ইলিয়াস বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির প্রেক্ষিতে মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। কমিটি যেসব সুপারিশ দিয়েছে সেগুলো বাস্তবায়নের গড়িমসি করা হচ্ছে।
 
তিনি বলেন, আজকে আমরা বাধ্য হয়েছি ধর্মঘটে যেতে। আমরা চায়না ডিপিডিসির কার্যক্রম ব্যহত হোক কিন্তু আমাদের আর কোনও পথই খোলা ছিল না।
 
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।