ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুই ভুয়া কর্মকর্তা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১১

সিলেট: নগরীর কাজিটুলা এলাকা থেকে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুই ভুয়া কর্মকর্তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপার্দ করেছে এলাকাবাসী।

আটককৃতরা হলেন- আম্বরখানা ইলেক্ট্রিক সাপ্লাই রোডের মৃত তারু মিয়ার ছেলে তফুর আলী (৩৯) ও আম্বরখানা বড়বাজার এলাকার মৃত রইছ মিয়ার ছেলে সায়িদ আহমদ (৩৮)।



স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার কাজিটুলার মক্তবগলির ২১ নম্বর বাসায় গিয়ে তারা সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে মিটার চেক করার কথা বলেন। এক সময় মিটারে কারচুপি করা হয়েছে অভিযোগ করে তাদের কাছে ৫০ হাজার টাকা জরিমানা দাবি করেন। এক পর্যায় বাসার লোকজনের তাদের উপর সন্দেহ হয়। পরে এলাকাবাসীরা মিলে তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
 
এ ব্যাপারে সিলেট কোতয়ালী থানা পুলিশের এসআই ইয়াসিন আহমেদ জানান, আটক দুজনের বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা দায়েয়ের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।