ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুৎ বিভ্রাটে প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৪
বিদ্যুৎ বিভ্রাটে প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ

ঢাকা: বিদ্যুৎ বিভ্রাটে জনগণের দুর্ভোগের কারণে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জালানি ও  খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টারে (এনএলডিসি) উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি দুঃখ প্রকাশ করেন।



বৈঠক শেষে নসরুল হামিদ বলেন, এরই মধ্যে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ চলে এসেছে। সন্ধ্যার মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। গুরুত্ব বিবেচনা করে মেডিকেল ও বিমানবন্দরে ইতোমধ্যেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।  
 
এ বিষয়ে বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আহমেদ কায়কাউসকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।   

এর আগে বিদ্যুতের জাতীয় গ্রিড বিকল হয়ে পড়ায় বেলা সাড়ে ১১টার দিকে সারাদেশে বিদুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
 
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।