ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

ময়মনসিংহ: গ্যাস, বিদ্যুত ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছে স্থানীয় কমিউনিস্ট পার্টি। শনিবার দুপুরে শহরের ঐতিহাসিক ফিরোজ-জাহাঙ্গীর চত্ত¡রে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক মিল্লাত, জেলা মহিলা পরিষদ সভাপতি ফেরদৌসি আরা মাহমুদা হেলেন, সাজেদা বেগম সাজু, আব্দুর রব মোশাররফ প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গ্যাস, বিদ্যুসহ জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘোষণা জনগণ মানবে না। এ মূল্যবৃদ্ধি না করার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।