ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

অবৈধ বিদ্যুৎ সংযোগ

গাজীপুরে ৬ জনকে ৫ লক্ষাধিক টাকা জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
গাজীপুরে ৬ জনকে ৫ লক্ষাধিক টাকা জরিমানা

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে ছয় জনকে ৫ লাখ ৮৭ হাজার ৫৬০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন এ জরিমানা করেন।



গাজীপুর পল্লী বিদ্যুৎ শাখার ডিজিএম (টেকনিক্যাল) হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, সিটি করপোরেশনের ভোগড়া, বারবৈকা, পোড়াবাড়ি, মৈয়রান ও শরীফপুর এলাকায় পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে বাইপাস ও অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ায় মৈয়রান এলাকার মো. ইউছুব আলীকে ২ লাখ ৩৫ হাজার ৩২৪ টাকা, শরীফপুর এলাকার মোসা. রাবেয়া বেগমকে ৫৭ হাজার ৯৫৬ টাকা, ভোগড়া এলাকার মো. সামছুলকে ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা, বারবৈকা এলাকার মো. আবুল হোসেনকে ৩৪ হাজার ৯৭২ টাকা, মো. মোজাম্মেল হককে ৩৪ হাজার ৯৭৪ টাকা এবং পোড়াবাড়ি এলাকার হাজী মো. হযরত আলীকে ৬৯ হাজার ৪৪৮ টাকা জরিমানা করেছেন আদালত।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।