ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পূর্বধলায় ৫২৩টি পরিবার বিদ্যুতের আলোয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
পূর্বধলায় ৫২৩টি পরিবার বিদ্যুতের আলোয়

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের তিনটি গ্রামে পল্লিবিদ্যুতের নতুন সংযোগ পেয়েছে ৫২৩টি পরিবার।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ওই ইউনিয়নে ইসবপুর গ্রামে স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক) এ সংযোগের উদ্বোধন করেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ উদ্দিন ফকির’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন চাঁন’র পরিচালনায় উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, নেত্রকোনা পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মজিবুর রহমান প্রমুখ।

মজিবুর রহমান বাংলানিউজকে জানান, নতুন বিদ্যুৎ সংযোগে গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর, কিসমতবারেঙ্গা ও ছিলিমপুর- তিনটি গ্রাম আলোকিত হয়েছে।
 
জেলা পল্লিবিদ্যুৎ সমিতির তত্ত্বাবধানে এক কোটি ৭৭ লাখ ৯৭০০ টাকা ব্যয়ে ওই পরিবারগুলোর মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।