ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ঢাকায় দু’টি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্লান্ট নির্মাণে চুক্তি স্বাক্ষর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১

ঢাকা: ঢাকায় এই প্রথম পৃথক দুটি স্থানে ‘ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্লান্ট’ (আইপিপি) স্থাপনে চুক্তি স্বাক্ষর করেছে সরকার।

এর একটি গাবতলীতে ১০৮ মেগাওয়াট বিশিষ্ট এবং অন্যটি কেরাণীগঞ্জের বসিলায়, ১০৮ মেগাওয়াট ক্ষমতা বিশিষ্ট।



বুধ্বার বিকেলে বিদ্যুৎ ভবনে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

গাবতলী পাওয়ার প্লান্টটির ঠিকাদার ‘ঢাকা ওয়েস্ট পাওয়ার কোম্পানি লি. এবং বসিলা পাওয়ার প্লান্টটির ঠিকাদার ঢাকা নর্থ পাওয়ার ইউটিলিটি কোম্পানি লিমিটেড।

সরকারের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সচিব আজিজুল ইসলাম।

কোম্পানি দু‘টির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানি দু’টির চেয়ারম্যান ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক।

এ চুক্তি স্বাক্ষরের এক বছরের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র দু’টি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে।

হাই ফারনেস ওয়েল (এইচএফও) জ্বালানিনির্ভর এ বিদ্যুৎ কেন্দ্র দুটি থেকে সরকার ৬ টাকা ৯২ পয়সা (পার কিলোওয়াট ঘণ্টা) দরে বিদ্যুৎ কিনবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এএসএম আলমগীর কবীরের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তাপস কুমার রায়।

এতে বক্তব্য রাখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যুগ্ম সচিব মোফাজ্জল হোসেন।

তাপস কুমার বলেন, ‘অনেক কোম্পানি যথাসময়ে চুক্তির অঙ্গীকার রক্ষা করতে পারেনি। ফলে তাদের জরিমানা দিতে হয়েছে। আমরা চাই না আর কোনও কোম্পানি ক্ষতিপূরণ দিক। আমরা আশা করবো এ কোম্পানি চুক্তির শর্তানুযায়ী যথাসময়ে নির্মাণ কাজ সমাপ্তের মাধ্যমে ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। ’

এ সময় সাংসদ আসলামুল হক যথাসময়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে বলেন, কম সময়ে বিদ্যুৎ সরবরাহ করে রেকর্ড স্থাপন করবেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের একজন সংসদ সদস্য হিসেবে সরকারের বিদ্যুৎ ঘাটতি মোকাবিলার ক্ষেত্রে তিনি আন্তরিক ভূমিকা পালন করবেন।

তিনি আরও বলেন, চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু করার সঙ্গে সঙ্গে প্লান্ট স্থাপনের অনেক কাজ অগ্রসর হয়েছে।

তিনি এরই মধ্যেই বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সরবরাহের জন্য ট্যাঙ্কারের বন্দোবস্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।