ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

কয়লা নীতি রিভিউ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১

ঢাকা: খসড়া কয়লানীতি চূড়ান্ত করতে ১৫ সদস্য বিশিষ্ট রিভিউ কমিটির প্রথম বৈঠক বুধবার সন্ধ্যায় পেট্রোবাংলায় অনুষ্ঠিত হয়।

কমিটির প্রধান পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোশাররফ হোসেন জানিয়েছে, কমিটির প্রথম বৈঠকে সেক্টর ভিত্তিক কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।



তিনি আরও বলেন, কমিটিতে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা রয়েছেন। তারা পর্যালোচনা করে মতামত দেবেন। আশা করা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে (চার মাস) অর্থপূর্ণ সুপারিশ দেওয়া হবে।

তিনি বলেন, আমাদের মূল কাজের পরিধি হচ্ছে কি পদ্ধতিতে কয়লা উৎপাদন করা হবে এবং বসতি স্থানান্তরে ভূমির ওপর কি প্রভাব পরবে ও তার অর্থনৈতিক মূল্যায়ন করা।

কমিটির সদস্যরা হলেন, পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর, বুয়েটের অধ্যাপক ড. ইজাজ আহমেদ, ইনস্টিটিউট অব ওয়াটার মডিউলিংয়ের পরিচালক অধ্যাপক ড. মনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক ড. এম কে মুজেরী, বুয়েটের অধ্যাপক এবিএম বদরুজ্জামান, জ্বালানি বিভাগের যুগ্ম-সচিব (উন্নয়ন) সেফাউল আলম, সাবেক যুগ্ম-সচিব বিনু গোপাল দে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান ইসলাম, পরিবেশ অধিদপ্তরের একজন পরিচালক, জিওলোজিক্যাল সার্ভে অব বাংলাদেশের সচিব ড. মোহাম্মদ নেহাল উদ্দিন, জ্বালানি বিষয়ক মাসিক পত্রিকার এনার্জি অ্যান্ড পাওয়ার-এর সম্পাদক মোল্লা মোহাম্মদ আমজাদ, বড়পুকুরিয়া কোলমাইন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।