ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পিডিবির প্রকৌশলীকে রাস্তায় আটকে বকেয়া বিলে সাক্ষর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
পিডিবির প্রকৌশলীকে রাস্তায় আটকে বকেয়া বিলে সাক্ষর নির্বাহী প্রকৌশলী শামিম আহম্মেদের গাড়ি

গাইবান্ধা: গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের (পূর্ব ফিডার) নির্বাহী প্রকৌশলী শামিম আহম্মেদকে রাস্তায় গাড়িসহ আটকিয়ে বকেয়া বিলের সাক্ষর নিয়েছেন বিল বিতরণকারীরা।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যায় গাইবান্ধা শহরের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার কারণ হিসেবে জানা যায়, বিদ্যুৎ বিভাগে কর্মরত ৩০ জন বিল বিতরণকারীর তিন লাখ টাকার বকেয়া বিলের সাক্ষর না করেই বদলি হয়ে অনত্র্য যাচ্ছিলেন নির্বাহী প্রকৌশলী শামিম আহস্মেদ।

খবর পেয়ে বিল বিতরণকারীরা শামীম আহম্মেদের গাড়ি রাস্তায় আটকিয়ে বিলে সাক্ষর করে নেন তারা।  

এসময় নির্বাহী প্রকৌশলীর কাছে ঘটনার কারণ জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। সাক্ষর নেওয়া শেষ হলে নির্বাহী প্রকৌশলীর গাড়ির চালক দ্রুত গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এলাকাবাসী জানায়, নির্বাহী প্রকৌশলী শামিম আহম্মেদ বিদ্যুৎ বিভাগের বিভিন্ন অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। বদলি হয়ে গোপনে গাইবান্ধা ত্যাগ করার সময় বিল বিতরণকারীরা গাড়ি আটকিয়ে তাদের বকেয়া বিলে সাক্ষর করে নেয়।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।