ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৫ ইউনিটের উৎপাদন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, মে ৩১, ২০১৯
আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৫ ইউনিটের উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের ১৩২ কেভি গ্রিড লাইনের ৩০০ এমবিএ ট্রান্সফরমার স্থাপনের সময় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সরকারি-বেসরকারি পাঁচটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এসময় বিকট শব্দ হয়ে মুহূর্তের মধ্যেই আগুনের শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পাঁচটি ইউনিটের উৎপাদন বন্ধ থাকায় জাতীয় গ্রিডে ৬৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। বন্ধ ইউনিটগুলো হলো- বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ২২৫ মেগাওয়াট সিসিপিপি ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৫ নম্বর ইউনিট, ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিট ও বেসরকারি ১৯৫ মেগাওয়াট ইউনাইটেড পাওয়ার, ৫৫ মেগাওয়াট ক্ষমতার  প্রিসিশন এনার্জি পাওয়ার প্লান্টের উৎপাদন।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এমএম সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। বন্ধ ইউনিটগুলো চালু করতে স্থানীয় প্রকৌশলীরা কাজ শুরু করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মে ৩০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।