ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বেসরকারি ৪ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১১
বেসরকারি ৪ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি

ঢাকা: দেশে এই প্রথম বেসরকারি মালিকানায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

মঙ্গলবার সকালে বিদ্যুৎ ভবনে ওরিয়ন গ্রুপের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করা হয়।



এ চুক্তিকে মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী।

চুক্তির আওতায় কয়লাভিত্তিক মোট তিনটি বিদ্যুৎকেন্দ্র হবে মাওয়া (মুন্সীগঞ্জ) ৫২২, চট্টগ্রাম ২৮২ ও খুলনায় ২৮২ মেগাওয়াট।

সরকার মাওয়া থেকে প্রতি ইউনিট ৪ দশমিক ০৯ টাকা, চট্টগ্রাম থেকে ৩ দশমিক ৭৯ টাকা এবং খুলনা থেকে ৩ দশমিক ৭৮ টাকা দরে বিদ্যুৎ কিনবে।

এই বিদ্যুৎ কেন্দ্র ৩টির মধ্যে মাওয়া ৪৫ মাসে এবং অপর ২টি ৩ বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

সম্পূর্ণ আমদানি নির্ভর কয়লা দিয়ে এ বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম।

তিনি বলেন, আমরা সবদিক বিবেচনায় নিয়েই কাজে হাত দিয়েছি। আশা করছি নির্দিষ্ট সময়ের আগেই নির্মাণ কাজ শেষ করতে পারব।

কয়লা পরিবহনের জন্য মাওয়া পয়েন্টে কিছু অংশে ড্রেজিং করা হবে বলেও জানান তিনি।

এছাড়া অনুষ্ঠানে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন সোলার থার্মাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর করা হয়।

প্রস্তাবিত এ বিদ্যুৎ কেন্দ্রটি ময়মনসিংহে স্থাপন করা হবে। এটির দায়িত্ব পেয়েছে সোলারিয়াম পাওয়ার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

এ কেন্দ্র থেকে সাড়ে ৫ টাকা ধরে প্রতি ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হবে।
 
ঠিকাদারী প্রতিষ্ঠান সোলারিয়ামের এমডি নাজমুল আবেদিন জানান, সুর্যের রেডিয়াম ডিশের মাধ্যমে ধরে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হবে।

এই প্রকল্পে বিনিয়োগ হবে ২৩৫ কোটি টাকা। এর জন্য ১২০ বিঘা জমি এরই মধ্যে কেনা হয়েছে বলে দাবি করেন নাজমুল আবেদিন।

তিনি বলেন, আগামীতে আমরা ১০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

চুক্তি সমূহে পিডিবির পক্ষে স্বাক্ষর করেন বোর্ড সচিব আজিজুল ইসলাম।

ওরিয়ন গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম এবং সোলারিয়ামের পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আবেদিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তৌফিক- ই- ইলাহী বলেন, আজকে আমরা এ্কটি মাইলফলক রচনা করতে যাচ্ছি।

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, দেশে এই প্রথম বেসরকারি মালিকানায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি করা হলো। একই সঙ্গে এতদিন আমরা কিলোওয়াট পিকের মধ্যেই আটকে ছিলাম সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। আজকের এই চুক্তির মাধ্যমে সেই অংক থেকে বের হতে সক্ষম হলাম আমরা।

উপ-মহাদেশে এত বড় বিদ্যুৎ কেন্দ্র নেই উল্লেখ করে তিনি আরও বলেন, আমরাই প্রথম এর গর্বিত মালিক হতে যাচ্ছি।

তিনি কারও নাম উল্লেখ না করে বলেন, টিভির টকশোতে অংশ নিয়ে অনেকে অনেক কথা বলেন, আমরা নাকি বিদ্যুতের দাম বাড়িয়ে চলছি। তাদের উদ্দেশে বলছি প্রত্যেকটি বিষয়ের জন্য সময়ের প্রয়োজন হয়। একটা সময়ে প্রয়োজন ছিলো দ্রুতগতিতে বিদ্যুতের। সে কারণে লিকুইড ফুয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে খরচ কিছুটা বেড়েছে।

তার কথার রেশ ধরে অনুষ্ঠান সভাপতি বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ বলেন, এখন দাম বাড়লেও ২০১৪ সালের পর থেকে বিদ্যুতের দাম কমতে থাকবে।

এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে এলে উৎপাদন খরচ কমে যাবে।

সচিব বলেন, চলতি বছরের শেষ দিনের মধ্যেই সরকারের সময়ে নতুন সংযোজিত বিদ্যুতের পরিমাণ দাঁড়াবে ২৯৫০ মেগাওয়াটে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।
 
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।