ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে থাকবে না গ্যাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে থাকবে না গ্যাস

নারায়ণগঞ্জ: প্রধান সঞ্চালন পাইপ লাইনের পিগিং কাজের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় শনিবার (১০ এপ্রিল) ও রোববার (১১ এপ্রিল) গ্যাসের সঙ্কট থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গ্যাস কর্তৃপক্ষ জানায়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ শহরসহ ফতুল্লা থানার আশপাশের এলাকা ও মুন্সিগঞ্জ জেলার গ্যাস সরবরাহের বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ প্রধান সঞ্চালন পাইপ লাইনের পিগিং কাজের জন্য আগামী ১০ এপ্রিল শনিবার ও ১১ এপ্রিল রোববার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।