ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

নওগাঁয় নেসকোর কন্ট্রোল রুমে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
নওগাঁয় নেসকোর কন্ট্রোল রুমে আগুন

নওগাঁ: নওগাঁয় নেসকো ৩৩/১১ হাজার কেভি উপকেন্দ্রের কন্ট্রোল রুমে আগুন লেগে ব্রেকার ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে।

শুক্রবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

 

এরপর থেকে নওগাঁ শহর ও আশেপাশের পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।  

স্থানীয়রা বলছেন, আগে এ স্টেশনে এত বড় ঘটনা কখনো ঘটেনি।  

কর্মকর্তারা জানান, ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। সেই সঙ্গে কন্ট্রোল রুমে আগুন দেখে নওগাঁ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।  

দুর্ঘটনায় কেউ হতাহত হননি জানিয়ে নেসকোর নওগাঁ বিক্রয় ও বিতরণ (উত্তর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মনির হোসেন বলেন, অগ্নিকাণ্ডে কন্ট্রোল রুমের ব্রেকার, সুইচ বোর্ড ও কেবলসহ অন্যান্য যন্ত্রাংশ পুড়ে গেছে।  

নির্বাহী প্রকৌশলী আরো জানান, কন্ট্রোল রুম সচল করতে কাজ শুরু করেছেন তারা। এছাড়া রাজশাহী থেকে প্রধান প্রকৌশলী, বগুড়া থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দুই থেকে তিনটি টেকনিক্যাল টিম রওনা হয়েছে। তবে কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

মূলত ১২টি ফিডারের মাধ্যমে নওগাঁ সদরসহ বেশ কয়েকটি উপজেলা ও বগুড়া জেলার আদমদিঘী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয় এ স্টেশন থেকে।  

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।