ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জার্মানিতে বিএনপি নেতাকর্মীদের শহীদ দিবস পালন

জার্মানি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
জার্মানিতে বিএনপি নেতাকর্মীদের শহীদ দিবস পালন

জার্মানির রাজধানী বার্লিনে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে দেশটির বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বার্লিনের একটি মিলনায়তনে দলটির উদ্যোগে দিবসটি পালনে নেওয়া হয় নানা কর্মসূচি।

কর্মসূচির মধ্যে ছিল ভাষা শহীদদের নিয়ে আলোচনা, কর্মী সম্মেলন এবং দেশ ও দেশের মানুষের জন্য দোয়া কামনা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হামিদুল ইসলাম হেলাল। মূল অনুষ্ঠানের আয়োজক কাজী রেজাউল হক সাঈদ, নজরুল ইসলাম সেন্টু, নিজাম উদ্দিন ও বাবলু মিয়ার আমন্ত্রণে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দলটির তৃণমূলের শীর্ষ নেতা আওলাদ হোসেন, মঈন উদ্দিন, নুরুউদ্দিন মিঞ্জু, রেজাউল ইসলাম রাজু, নজরুল ইসলাম, মোসলেম উদ্দিনসহ আর অনেকে।

এ সময় বক্তারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে তৃণমূলের এমন পদবঞ্চিত ও মাঠ পর্যায়ের ত্যাগী নেতা কর্মীদের নিয়ে আগামীতে জার্মানিতে শক্তিশালী বিএনপি গড়ার বিষয়ে আলোচনা করেন। একই সাথে ভাষা শহীদদের স্মরণ করে সাঈদুর রহমান ছবির সঞ্চালনায় আলোচকরা মাতৃভাষা বাংলাকে দেশ থেকে দেশান্তরে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের মাধ্যমে ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।