ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতার বিএনপির মহান বিজয় দিবসের আলোচনা সভা

কাতার থেকে আনোয়ার হোসেন মামুন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
কাতার বিএনপির মহান বিজয় দিবসের আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দোহা: কাতারে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

কাতার বিএনপির আহ্বায়ক আব্দুল খালেক এর সভাপতিত্বে ও রেজওয়ান বিশ্বাস নিলয় এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নুর মোহাম্মাদ ।

জাতীয় সংগীত পরিবেশন করেন সাবেক ছায়ানট শিল্পী হোসেন এম এ মুরাদ ও তার দল ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কাতার শাখার সাধারণ সম্পাদক শাহাজান সাজু । অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদস্য সচিব শেখ হুমায়ন কবির,যুগ্ম সদস্য সচিব পান্না খান, সদস্য মনির শেখ, শ্রমিক দল কাতার শাখার সভাপতি কাসেম পারভেজ, স্বেচ্ছাসেবক দল কাতার শাখার সাধারণ সম্পাদক সোলায়মান গনি,আবুল হাসনাত, কামাল আহমেদ, সাইফুল ইসলাম, তারেক আহমেদ, রুহুল আমিন, রুবেল আহমেদ, মো. ইব্রাহিম, মাওলানা মনিরুল ইসলাম, নুরুল আমিন, লাল মিয়া প্রমুখ ।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।