ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ভিয়েনায় ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
ভিয়েনায় ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সুলগাসে পিজারিয়া কাবালু ভিয়াকোর হলে ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেলে অস্ট্রিয়া আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম।

সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংবাদিক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, আকতার হোসেন, সামছুল ইসলাম, শওকত আলী, রুহী দাস সাহা, এমরান হোসেন, মিজানুর রহমান শ্যামল, শফিকুল ইসলাম, বখতিয়ার রানা প্রমুখ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভায় এম. নজরুল ইসলাম বলেন, ২৩ বছরের পাকিস্তানি শোষণ-নিপীড়ন থেকে মুক্ত হতে
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালিকে উজ্জীবিত করেছিল। যার  অনুপ্রেরণায় মৃত্যুভয় উপেক্ষা করে তারা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির লড়াইয়ে। বঙ্গবন্ধুর ওই কালজয়ী ভাষণে স্বাধীন বাংলাদেশের বীজ অঙ্কুরিত হয়েছিল।

তিনি দেশে অপশক্তির বর্তমান হত্যা-সন্ত্রাস নির্মূলে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আলোকে এগিয়ে যাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।