ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতার জাতীয় ক্রিকেট দলে বাংলাদেশি শিহাব উদ্দিন

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
কাতার জাতীয় ক্রিকেট দলে বাংলাদেশি শিহাব উদ্দিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দোহা: মধ্যপ্রাচ্যের দেশ কাতার মাথাপিছু আয়ে বর্তমানে পৃথিবীর সবচাইতে ধনী দেশ। কাতারে ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সম্প্রতি কাতার জাতীয় টি-২০ ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন কাতার প্রবাসী ব্রাক্ষণবাড়িয়ার ছেলে বাংলাদেশি বাম হাতি পেস বোলার শিহাব উদ্দিন।

সৌদি আরব ও কাতারের মধ্যকার টি-২০ প্রীতি ম্যাচে অভিষেক হয় বাংলাদেশি বাম হাতি এই পেস বোলারের।

কাতার বাংলাদেশ ক্রিকেট ক্লাবের সভাপতি আলাউদ্দিন ভূইয়া বলেন, শিহাব উদ্দিন কাতার প্রবাসী বাংলাদেশিদের গর্ব, বাংলাদেশের গর্ব, আমরা আশা করি সামনের দিকে কাতার জাতীয় ক্রিকেট দলে আরো প্রবাসী বাংলাদেশি তরুণ সুযোগ পাবেন।

তিনি বলেন, কাতারের জাতীয় ক্রিকেট দলে শিহাব উদ্দিন সুযোগ পাওয়ায় কাতার বাংলাদেশ ক্রিকেট ক্লাব খুবই আনন্দিত। পাশাপাশি কাতারস্থ বাংলাদেশি কমিউনিটি ও প্রবাসী বাংলাদেশিরা বিষয়টি নিয়ে খুবই উৎফুল্ল।

বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।