ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

লিবিয়ায় দিনব্যাপী উদযাপিত হলো বৈশাখী মেলা

শায়মা জাহান তিথি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
লিবিয়ায় দিনব্যাপী উদযাপিত হলো বৈশাখী মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ত্রিপোলি থেকে: বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। দূতাবাস মহিলা সমিতির তত্ত্বাবধানে বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজ, ত্রিপোলির শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশনায় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই পর্বে এটি বাস্তবায়ন করেন স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. শাহিদুল হক পিএসসি, রাষ্ট্রদূতের স্ত্রী, দূতাবাসের শ্রম কাউন্সেলর, রাজনৈতিক কাউন্সেলর, প্রথম সচিব ছাড়াও অন্যান্য কর্মকর্তারা।

এছাড়া স্কুল ও কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন।

সাংস্কৃতিক আয়োজনে ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি এবং ঋতুভিত্তিক ফ্যাশন শো। অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত ও তার স্ত্রী অংশগ্রহণকারীদের একটি কেক উপহার দেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন।

দ্বিতীয় পর্বে ছিল মেলা উৎসব। প্রবাসী বাংলাদেশিরা পান্তা ইলিশ, বিভিন্ন ধরনের ভর্তা, বাঙালির ঐতিহ্যবাহী পিঠা ও মিষ্টান্নের স্টল দেন। ফলে পুরো পরিবেশই মুহূর্তে একখণ্ড বাংলাদেশে পরিণত হয়।

স্টল প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ০৭০১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।