মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন রাষ্ট্রদূত আসুদ আহমদ।
প্রথম সচিব নাজমুল হকের সঞ্চালনায় ও রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম, কাউন্সিলর ও মিশন প্রধান কাজী জাবেদ ইকবাল, প্রথম সচিব রবিউল ইসলাম ও প্রথম সচিব নাজমুল হাসান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিক, অভিভাবকসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতা ও বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসী বাংলাদেশিরা।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভাষা শহীদদের সম্মান জানানোর জন্য উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের দুতাবাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত।
পরে প্রজেক্টরের মাধ্যমে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
ওএইচ/পিসি