ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সন্দ্বীপ পৌর মেয়রকে কাতারে সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
সন্দ্বীপ পৌর মেয়রকে কাতারে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা/ ছবি: বাংলানিউজ

কাতার: কাতারে বার্ষিক বনভোজন করেছে সন্দ্বীপ অ্যাসোসিয়েশন। এছাড়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সন্দ্বীপ পৌরসভার মেয়র জাফর উল্লাহ টিটুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (০৩ মার্চ) কাতারের রাজধানী দোহা হাম্মাম পার্কে এ বার্ষিক বনভোজন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া হেলালের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাতারের সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ আবদুল্লাহ আল রোমাহিত, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শামসুল আলম নোয়াব, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. কেফায়েত উল্লাহ, সহ-সভাপতি মো. জামসেদ, সহ-সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনের সদস্যরা।

যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ অনুষ্ঠান পরিচালনায় করেন।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।