রোববার (১০ ফেব্রুয়ারি) সিডনিসহ দেশটির বড় বড় শহরে ধর্মীয় এ উৎসবটি একযোগে পালিত হয়।
বিদ্যা ও ললিতকলার দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে প্রতিবছরই সমগ্র অস্ট্রেলিয়ার অনেকেই উৎসবের আমেজ মেতে উঠে।
রোববার সকাল থেকে বিভিন্ন সময়ে দেশের নির্দিষ্ট স্থানে গিয়ে যথারীতি ভাব-গাম্ভীর্যের সঙ্গে দেবী সরস্বতীর চরণে অঞ্জলি দেন পূজার্থীরা।
বিদ্যার্থীদের কাছে দেবী সরস্বতীর আরাধনার দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। তাই সবাই বিদ্যার আলোকে, বুদ্ধিমত্তায় চিরকাল সত্যের প্রতি অনুরাগী থাকার আশির্বাদ প্রার্থনা করেছেন দেবীর কাছে। অনেকে আবার পুরোহিতের কাছে সন্তানের পড়াশোনার হাতেখড়ি দিয়েছেন।
পূজা ও অর্চনা শেষে প্রত্যেক মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রবাসী বাংলাদেশির পাশাপাশি ভারত, নেপাল ও অস্ট্রেলিয়ার স্থানীয় লোকজন অংশগ্রহণ করে আনন্দ করে। সর্বশেষে প্রসাদের ব্যবস্থা করা হয় মন্দিরে।
এদিকে, সরস্বতী পূজা উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন, বিরোধী দলীয় নেতা বিল শর্টেন, নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার গ্লাডিস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
টিএ