ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সিডনিতে হয়ে গেল একুশে বইমেলা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
সিডনিতে হয়ে গেল একুশে বইমেলা  অস্ট্রেলিয়ায় একুশে বইমেলায় প্রবাসীরা। ছবি: বাংলানিউজ

সিডনির অ্যাসফিল্ড পার্ক কমিউনিটি গার্ডেনে অনুষ্ঠিত হয়ে গেল বাঙালির অন্যতম গৌরবময় উৎসব ‘একুশে বইমেলা’। ভাষাশহীদের স্মৃতি রক্ষার্থে অস্ট্রেলিয়ায় নির্মিত স্থায়ী মিনার প্রাঙ্গণে রোববার (১৭ ফেব্রুয়ারি) এ উৎসবের আয়োজন করা হয়। 

এদিকে বইমেলা ঘিরে উপস্থিত সবার মধ্যে  উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। কারণ রোববার সরকারি ছুটির দিন হওয়ায় অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন মেলায়।

 

বেশ কয়েকটি বইয়ের স্টলে পাঠক-দর্শনার্থীদের ভিড় ছিলো লক্ষ্যণীয়। এবার বাংলা বইয়ের পাশাপাশি অন্যান্য ভাষার বইও স্টলগুলোতে পাওয়া যায়।  

উৎসবে বই কেনার পাশাপাশি একটি সাংস্কৃতিক আবহ তৈরি হয়। অনেক প্রবাসী বাংলাদেশি ভাষারগান ও কবিতা আবৃত্তি করেন। আয়োজন ছিলো বাংলাদেশি খাবারেরও। সব মিলিয়ে সিডনির এই বইমেলা পরিণত হয় এক টুকরো বাংলাদেশে।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।