এদিকে বইমেলা ঘিরে উপস্থিত সবার মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। কারণ রোববার সরকারি ছুটির দিন হওয়ায় অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন মেলায়।
বেশ কয়েকটি বইয়ের স্টলে পাঠক-দর্শনার্থীদের ভিড় ছিলো লক্ষ্যণীয়। এবার বাংলা বইয়ের পাশাপাশি অন্যান্য ভাষার বইও স্টলগুলোতে পাওয়া যায়।
উৎসবে বই কেনার পাশাপাশি একটি সাংস্কৃতিক আবহ তৈরি হয়। অনেক প্রবাসী বাংলাদেশি ভাষারগান ও কবিতা আবৃত্তি করেন। আয়োজন ছিলো বাংলাদেশি খাবারেরও। সব মিলিয়ে সিডনির এই বইমেলা পরিণত হয় এক টুকরো বাংলাদেশে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এমএ/