শুক্রবার (১২ জুলাই) বাংলাদেশ দূতাবাস থেকে এ বিষয়ে এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, বৈরুতের জ্বাল আল দিব এলাকার মেয়র ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের এক বৈঠক হয় শুক্রবার (১২ জুলাই)।
স্থানীয় মেয়রের অভিযোগ, এই এলাকায় বিভিন্ন সময়ে বাংলাদেশিরা মদ্যপ অবস্থায় বেসামাল আচরণসহ নানা কার্যকলাপে জড়িয়ে পড়েছেন। তারা বাংলাদেশি নাইট ক্লাবও গড়ে তুলেছেন। সে কারণে পরিস্থিতির উন্নয়নে দূতাবাসের সাহায্য কামনা করেন তিনি।
বিষয়টি তুলে ধরে বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, লেবাননে বাংলাদেশিদের সুনাম কোনোভাবেই যেন নষ্ট না হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
টিআর/জেডএস/এইচএ/