ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

করোনা আক্রান্তদের জন্য জার্মান প্রবাসী শিব শংকরের ম্যারাথন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
করোনা আক্রান্তদের জন্য জার্মান প্রবাসী শিব শংকরের ম্যারাথন

বাংলাদেশে করোনায় আক্রান্ত ও দুস্থদের সহায়তায় জার্মানির মিউনিখে ম্যারাথন দৌড় দিয়েছেন বিশিষ্ট দৌড়বিদ শিব শংকর পাল। 

রোববার বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে ৫২ কিলোমিটার ম্যারাথন দৌড় শুরু করেন তিনি। এখন পর্যন্ত ১১১টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন শিব শংকর পাল।

 

ম্যারাথনে সংগৃহীত অর্থ বাংলাদেশের সেবামূলক সংগঠন ‘বিদ্যানন্দ’ ও মিউনিখের প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ইউগেন্ড ফওর্ডারুং’-এর মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।  

অনুদান পাঠানোর হিসাব নম্বর: 
BANK: STADTSPARKASSE, Account Name: Suhrid Bangladesh-Hilfe e.V.
IBAN: DE08701500001001319191
BIC/SWIFT CODE : SSKMDEMMXXX
ACCOUNT NUMBER : 1001319191

প্রায় ৫ ঘণ্টার এই দূরপাল্লার ম্যারাথন দৌড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচাররের ব্যবস্থাও করা হয়। দেখতে চাইলে ক্লিক করুন Solo ultra-marathon for covid-19 Victims এই ফেসবুক পেইজে।

এমন ম্যারাথনে অংশ নিয়ে দেশের মানুষের জন্য দৌড়াতে পেরে গর্বিত ঢাকার নবাবগঞ্জের শিব শংকর পাল। জানালেন, এই মহামারিকে জয় করতে চাইলে সবার সহমর্মিতা, সংহতি ও ভালবাসাটাই দরকার। তাহলেই সম্মিলিতভাবে করোনা মোকাবিলা সম্ভব।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।