বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছেন সাইপ্রাসে থাকা যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার সাইপ্রাসের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিকোশিয়া সিটি হল রুমে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
সাইপ্রাসে যুবদলের প্রথম যুগ্ম আহবায়ক আবদুল্লাহ শাহনেওয়াজের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক এস এম ফেরদৌসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাইপ্রাসে বিএনপির আহবায়ক সুজন ভুঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন সেখানকার বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক সারোয়ার আলম টুটুল, যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ ও রবিন তালুকদার।
এছাড়া উপস্থিত ছিলেন সাইপ্রাসের যুবদল সদস্য বিপ্লব আফ্রাহ, সোহেল আজিজ, মোহন, রনি, সাকির, সাকিব, সাদনান প্রমুখ।
আলোচনা সভায় যুবদলের আহবায়ক একে নিরব ফ্রান্স থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আওয়ামী বাকশালী সরকার শুধু রাজনৈতিক নেতৃবৃন্দকেই নয়, জনসাধারণকেও নির্যাতন নিপীড়নের নজির স্থাপন করে দুর্নীতির মাধ্যমে দেশের সম্পদ লুণ্ঠন করছে। গণতন্ত্র পুনঃরুদ্ধার করে দেশের মানুষ এ জুলুম নির্যাতন ও নিপীড়নের বিচার করবে।
সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
নিউজ ডেস্ক