ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

শারজায় খাদ্যকর্মীদের ২ সপ্তাহ পরপর করোনা টেস্ট 

মুহাম্মদ ইরফানুল ইসলাম , আমিরাত থেকে   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
শারজায় খাদ্যকর্মীদের ২ সপ্তাহ পরপর করোনা টেস্ট 

সংযুক্ত আরব আমিরাতের শারজায় খাদ্য প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের অবশ্যই প্রতি দু’সপ্তাহে একবার কোভিড টেস্ট করাতে হবে। এ ঘোষণা দিয়েছে শারজা পৌরসভা কর্তৃপক্ষ।

 

তবে সম্পূর্ণভাবে ভ্যাকসিন নেওয়া শ্রমিকদের টেস্ট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শ্রমিকরা ভ্যাকসিন নিয়েছেন বা নেতিবাচক পিসিআর পরীক্ষার ফল পেয়েছেন তা প্রমাণ করার জন্য প্রতিষ্ঠানে স্টিকার প্রদর্শন করতে হবে।  

শারজাহ সিটি পৌরসভা কোভিড সুরক্ষা ব্যবস্থাগুলির সঙ্গে তাদের সম্মতি নিশ্চিত করার জন্য খাদ্য সংস্থাগুলিতে পরিদর্শন বাড়িয়েছে। টেবিলগুলি কমপক্ষে দুই মিটার দূরে স্থাপন করতে হবে এবং একটি টেবিলে চারজনের বেশি লোক বসার অনুমতি নেই।  

এছাড়াও শরজাতে সব ধরনের জমায়েত বা ভিড় নিষিদ্ধ করা হয়েছে। কেউ এটা ভঙ্গ করলে বড় ধরনের জরিমানা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।